Posts

দুনিয়ার সুন্দরী পরী।

Image
পরীমনি পরীমনি  আপনি খুবই সুন্দর একজন মানুষ। অনেক অর্থ সম্পদ ও ভক্তবৃন্দ আপনার আছে দেশ ও দেশের বাইরে । ভরপুর যৌবনার অধিকারিনী।আপনি বিকিনি ও কিস করেন তাতে কারো কিছু যায় আসেনা ওটাতো আপনার পারসোনাল ।  আপনার কর্ম দ্বারা এ দেশের যুবক যুবতিরা বেহায়াপনা ও অশ্লীলতা  শিখে। আপনার পোষাক আষাক দেশের সাংস্কৃতিকে বলি দেয়। দয়াকরে একটু ভাববেন, সারাজীবন আপনার যৌবনের উষ্ম রঙ্গলীলা আর থাকবেনা। আপনাকে কেউ আর ডাকবেনা। মানুষ ওয়ান টাইম টিসুর মত ফেলে দিবে ডাস্টবিনে কিছুই করার থাকবেনা আপনার। ভাবেন,কোন ধর্মের মেয়ে আপনি? সেখানে নারীদের বিষয়ে কি আছে? এমন কিছু করেন যেটা ইহ ও পরজগতের পথ চলার পাথেয় হবে। নিশ্চই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহন করে।

দেখুন বাচ্চারা কি করে

Image
 দেখুন বাচ্চারা কি করে? পর্ব (১) ছোটদের মধ্যে কারোনা কারো কেউ থাকেই। ছোট বাচ্চারা কিছু বোঝেনা। ওরা ওদের আবেগ অনভুতি দিয়ে কাজ করে। তাই আমাদেরকে তাদের আদর যত্ন করা উচিত। একটি বাচ্চাকে যদি তুমি ভালবাসো সে তোমাকে ভালবাসবেই। তাকে কেমন আদর বা ভালবাসবে সটা হলঃ   মধুর ভালবাসা  তার পোষাক পরিচ্ছেদ অপরিচ্ছন্ন থাকলে সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখো। হাতের নখ বড় হয়েগেলে কেটে দাও। চুল এলোমেলো থাকলে আচড়ে দাও। তাকে একটু সুগন্ধি দিয়ে দাও। জুতোর ফিতা সুন্দর করে বেধে দাও। এছাড়াও ভালবাসা বা আদর করার অনেক প্রক্রিয়া রয়েছে। আমরা যার পথ ও আদর্শ অনুসরন করি তিনি হলেন হযরত মুহাম্মদ (সঃ। তিনি বাচ্চাদেরকে ভালবাসতেন। দেখা হলে সালাম দিয়ে কাছে টেনে নিতেন। কপালে চুমু দিতেন। তার কাছে কিছু চাইলে সমর্থ অনুযায়ী আবেদন পুরা করতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি তার নাতিদ্বয় হাসান হুসাইনকে এত ভালবাসতেন যে, নিজে ঘোড়া হয়ে পিঠে চড়াতেন।  হযরত আবুহুরায়রা রাঃ বর্ননা করেন যে, একবার রাসূল (সঃ)নিজ নাতি হযরত হাসান রাঃ কে চুমু খেলেন। সে সময় আকরা বিন হারেস রাঃ উপস্থিত ছিলেন। তিনি বল্লেন, আমি দশ সন্তানের জনক। কিন্তু আমি...

চোরের হাত কাটার বিধান

Image
চোরের হাত কাটা #    চুরির সংগা কি? কোনো ব্যাক্তি অপর কোনো ব্যাক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে স্থান্তর করাকে চুরি বলে।  # গেলো বছর করোনা শুরু হওয়া থেকে নিয়ে আজ-অব্দি পর্যন্ত সিঁধেল কাটা চোরের প্রপাগাণ্ডা ক্রোমে ক্রোমে বেরেই চলছে। লকডাউনে সাধারন মানুষের ইনকাম বন্ধ প্রায়। খেটে খাওয়া মানুষ গুলো সারা দিন কাজ করে রাতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়।এ সুযোগে সিঁধেল কাটা চোরেরা কাঁচা ও আধা পাকা ঘরের মাটি খুড়ে বা টিন কেটে ঘরে ঢুকে নিঃশেষ করে দিচ্ছে। এহেন পরিস্থিতে মানুষের চোখে ঘুম নাই। #  তাছড়াও এ বৈশ্বিক মাহামারির মাঝে একটু চোখ কান খোলা রাখলে দেখা যায় দেশের প্রতিনিধিদের দ্বারা যে অনেক চুরির খেদমত প্রকাশ পায়। আর আমরা এটাকে Fun হিসেবে গ্রহন করি। জানিনা এই চোরাদেরকে কখন আল্লাহ বুঝদান করবেন?  # চুরি করা বড় অন্যায়। ইসলাম চুরি করাকে হারাম বলেছে। মহান আল্লাহ বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যায়বভাবে ভক্ষণ কর না। সূরা বাকারা, কোরআনে বর্ণিত হয়েছে, চোর পুরুষ বা নারী হোক, তাদের হাত কেটে দেবে। এটা তাদের পাপের শাস্তি। এ দণ্ড আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সূরা মাইদাহ...

বর্ষার বাংলা

Image
বাংলার মানিষের জন্য বর্ষা কার একটি গুরুত্বপূর্ন সময়।এসময় মানুষ নানা ফসলদি ফলায় বাংলার বুকচিরে। আর আকাশে ঘন ঘন মেঘ দেখা যায়। কানেতো ভেসে আসেই আকাশের গলাফাটা গর্জন। মনে আকাশটা জমিনে পরে এখই চূর্ণ বিচূর্ণহ হয়ে যাবে। টাপুরটুপুর বৃষ্টি নামক হিরা আসমান থেকে পরতেই থাকে। বিলের মধ্যে দেখা যায় আমাদের জাতীয় ফুল শাপলার সাথে আরো হরেক রকমের ফুল বর্ষার টলটলে পানিতে মায়ের কোলের অবুঝ শিশুর মত দোল খাচ্ছে,।দেখতে না কতই ভাললাগে। আর এই সময়টায় মৎস্যপ্রজাদের কথা তো বলাই চরেনা। আমারাতো এমনিতেই মাছে ভাতে বাংগা।

বাংলার প্রকৃতি

Image
আমার দেশের নাম বাংলাদেশ।সুজলা সুফলা এই বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর ওমনোরম পরিবেশ। এর চারদিক দেখতে খুবই সুন্দর। যে কেউই একবার দেখুক না কেনো, তার প্রেমে পরে যাবে। এর চারদিকে সুবুজের চাদর দিয়ে মোড়ানো। সারক্ষন ঝিড়ি ঝিড়ি হাওয়া বইছে। আর নদীর পারের সেই কাশবন মৃদু বাতাসে দোল খাচ্ছে।