দুনিয়ার সুন্দরী পরী।




পরীমনি

পরীমনি  আপনি খুবই সুন্দর একজন মানুষ। অনেক অর্থ সম্পদ ও ভক্তবৃন্দ আপনার আছে দেশ ও দেশের বাইরে । ভরপুর যৌবনার অধিকারিনী।আপনি বিকিনি ও কিস করেন তাতে কারো কিছু যায় আসেনা ওটাতো আপনার পারসোনাল । 


আপনার কর্ম দ্বারা এ দেশের যুবক যুবতিরা বেহায়াপনা ও অশ্লীলতা  শিখে। আপনার পোষাক আষাক দেশের সাংস্কৃতিকে বলি দেয়। দয়াকরে একটু ভাববেন, সারাজীবন আপনার যৌবনের উষ্ম রঙ্গলীলা আর থাকবেনা। আপনাকে কেউ আর ডাকবেনা। মানুষ ওয়ান টাইম টিসুর মত ফেলে দিবে ডাস্টবিনে কিছুই করার থাকবেনা আপনার। ভাবেন,কোন ধর্মের মেয়ে আপনি? সেখানে নারীদের বিষয়ে কি আছে? এমন কিছু করেন যেটা ইহ ও পরজগতের পথ চলার পাথেয় হবে।

নিশ্চই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহন করে।


Comments

প্রকৃতি

বাংলার প্রকৃতি

দেখুন বাচ্চারা কি করে

চোরের হাত কাটার বিধান