দেখুন বাচ্চারা কি করে

 দেখুন বাচ্চারা কি করে?

পর্ব (১)

ছোটদের মধ্যে কারোনা কারো কেউ থাকেই। ছোট বাচ্চারা কিছু বোঝেনা। ওরা ওদের আবেগ অনভুতি দিয়ে কাজ করে। তাই আমাদেরকে তাদের আদর যত্ন করা উচিত। একটি বাচ্চাকে যদি তুমি ভালবাসো সে তোমাকে ভালবাসবেই। তাকে কেমন আদর বা ভালবাসবে সটা হলঃ

 

মধুর ভালবাসা 



তার পোষাক পরিচ্ছেদ অপরিচ্ছন্ন থাকলে সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখো। হাতের নখ বড় হয়েগেলে কেটে দাও। চুল এলোমেলো থাকলে আচড়ে দাও। তাকে একটু সুগন্ধি দিয়ে দাও। জুতোর ফিতা সুন্দর করে বেধে দাও। এছাড়াও ভালবাসা বা আদর করার অনেক প্রক্রিয়া রয়েছে। আমরা যার পথ ও আদর্শ অনুসরন করি তিনি হলেন হযরত মুহাম্মদ (সঃ। তিনি বাচ্চাদেরকে ভালবাসতেন। দেখা হলে সালাম দিয়ে কাছে টেনে নিতেন। কপালে চুমু দিতেন। তার কাছে কিছু চাইলে সমর্থ অনুযায়ী আবেদন পুরা করতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি তার নাতিদ্বয় হাসান হুসাইনকে এত ভালবাসতেন যে, নিজে ঘোড়া হয়ে পিঠে চড়াতেন। 

হযরত আবুহুরায়রা রাঃ বর্ননা করেন যে, একবার রাসূল (সঃ)নিজ নাতি হযরত হাসান রাঃ কে চুমু খেলেন। সে সময় আকরা বিন হারেস রাঃ উপস্থিত ছিলেন। তিনি বল্লেন, আমি দশ সন্তানের জনক। কিন্তু আমি কখনো আদর করে চুমু খাইনি। তখন মাহানবী সাঃ তার দিকে তাকিয়ে বল্লেন, যে দয়া করেনা তার প্রতি দয়া করা হয় না। বোখারি  হাদীস নং৫৬৫১। আমরা যদি বাচ্চাদেরকে ভালবাসি তাহলে বাচ্চারা ও আমাদের কে ভালবাসবে ইনশা- আল্লাহ। 

Comments

প্রকৃতি

বাংলার প্রকৃতি

চোরের হাত কাটার বিধান