চোরের হাত কাটার বিধান
চোরের হাত কাটা
# গেলো বছর
করোনা শুরু হওয়া থেকে নিয়ে আজ-অব্দি পর্যন্ত সিঁধেল কাটা চোরের প্রপাগাণ্ডা ক্রোমে
ক্রোমে বেরেই চলছে। লকডাউনে সাধারন মানুষের ইনকাম বন্ধ প্রায়। খেটে খাওয়া মানুষ
গুলো সারা দিন কাজ করে রাতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়।এ সুযোগে সিঁধেল কাটা চোরেরা
কাঁচা ও আধা পাকা ঘরের মাটি খুড়ে বা টিন কেটে ঘরে ঢুকে নিঃশেষ করে দিচ্ছে। এহেন
পরিস্থিতে মানুষের চোখে ঘুম নাই।
# তাছড়াও এ বৈশ্বিক মাহামারির মাঝে একটু চোখ কান
খোলা রাখলে দেখা যায় দেশের প্রতিনিধিদের দ্বারা যে অনেক চুরির খেদমত প্রকাশ পায়। আর
আমরা এটাকে Fun হিসেবে গ্রহন করি। জানিনা এই চোরাদেরকে কখন আল্লাহ বুঝদান করবেন?
#চুরি করা বড় অন্যায়। ইসলাম চুরি করাকে হারাম বলেছে। মহান আল্লাহ বলেন, তোমরা
অন্যের সম্পদ অন্যায়বভাবে ভক্ষণ কর না। সূরা বাকারা, কোরআনে বর্ণিত হয়েছে, চোর
পুরুষ বা নারী হোক, তাদের হাত কেটে দেবে। এটা তাদের পাপের শাস্তি। এ দণ্ড আল্লাহর
পক্ষ থেকে নির্ধারিত। সূরা মাইদাহ, আয়াত নং-৩৭।
# এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ
করবে না, যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান। -মুসনাদে আহমাদ,
হাদীস ১৪৪৪১; মুসান্নাফে আব্দুর রায্যাক, হাদীস ২০৭১৯; মুসনাদে আবদ ইবনে হুমাইদ,
হাদীস ১১৩৮।
# আমাদের বঙ্গীয় আইন। বাসগৃহে ইত্যাদিতে চুরির ৩৮০ধারা। সাস্তি= ৭ বছর
কারাদন্ড+অর্থদন্ড।
#সৌদিআরব শরীয়াহ আইন, সেখানে তাদের মালের সর্বোচ্চ নিরাপত্তা
রয়েছে এ নিয়ে তাদের টেনশন করতে হয়না। কারন, চুরির জন্য হাত কাটা হয়।সৌদিআরবে এ আইন
থাকার পরও রাস্তায় কাউকে হাত কাটা দেখা যায়না বরং প্রত্যেকেই সতর্ক যে, চুরির জন্য
কঠিন সাস্তি রয়েছে।
Hi
ReplyDelete