বর্ষার বাংলা
বাংলার মানিষের জন্য বর্ষা কার একটি গুরুত্বপূর্ন সময়।এসময় মানুষ নানা ফসলদি ফলায় বাংলার বুকচিরে। আর আকাশে ঘন ঘন মেঘ দেখা যায়। কানেতো ভেসে আসেই আকাশের গলাফাটা গর্জন। মনে আকাশটা জমিনে পরে এখই চূর্ণ বিচূর্ণহ হয়ে যাবে। টাপুরটুপুর বৃষ্টি নামক হিরা আসমান থেকে পরতেই থাকে। বিলের মধ্যে দেখা যায় আমাদের জাতীয় ফুল শাপলার সাথে আরো হরেক রকমের ফুল বর্ষার টলটলে পানিতে মায়ের কোলের অবুঝ শিশুর মত দোল খাচ্ছে,।দেখতে না কতই ভাললাগে। আর এই সময়টায় মৎস্যপ্রজাদের কথা তো বলাই চরেনা। আমারাতো এমনিতেই মাছে ভাতে বাংগা।
Comments
Post a Comment