মজার মজার প্রবন্ধ গল্প, ছড়া, কবিতা, কুরআন হাদীসের আলোচনা সাপেক্ষ উপদেশ। আল্লাহ ওয়ালাদের নসীহা ইত্যাদি।
abute me
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
আমি এস,এম মুবারক। আমি মাস্টর্সে অধ্যায়নরত আছি। পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খেদমতে আছি। আমি লেখালেখি করতে খুব ভালবাসি। যখন যে বিষয়ে মনে পরে সে বিষয়ের উপর লেখালেখি করি।
আমার দেশের নাম বাংলাদেশ।সুজলা সুফলা এই বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর ওমনোরম পরিবেশ। এর চারদিক দেখতে খুবই সুন্দর। যে কেউই একবার দেখুক না কেনো, তার প্রেমে পরে যাবে। এর চারদিকে সুবুজের চাদর দিয়ে মোড়ানো। সারক্ষন ঝিড়ি ঝিড়ি হাওয়া বইছে। আর নদীর পারের সেই কাশবন মৃদু বাতাসে দোল খাচ্ছে।
দেখুন বাচ্চারা কি করে? পর্ব (১) ছোটদের মধ্যে কারোনা কারো কেউ থাকেই। ছোট বাচ্চারা কিছু বোঝেনা। ওরা ওদের আবেগ অনভুতি দিয়ে কাজ করে। তাই আমাদেরকে তাদের আদর যত্ন করা উচিত। একটি বাচ্চাকে যদি তুমি ভালবাসো সে তোমাকে ভালবাসবেই। তাকে কেমন আদর বা ভালবাসবে সটা হলঃ মধুর ভালবাসা তার পোষাক পরিচ্ছেদ অপরিচ্ছন্ন থাকলে সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখো। হাতের নখ বড় হয়েগেলে কেটে দাও। চুল এলোমেলো থাকলে আচড়ে দাও। তাকে একটু সুগন্ধি দিয়ে দাও। জুতোর ফিতা সুন্দর করে বেধে দাও। এছাড়াও ভালবাসা বা আদর করার অনেক প্রক্রিয়া রয়েছে। আমরা যার পথ ও আদর্শ অনুসরন করি তিনি হলেন হযরত মুহাম্মদ (সঃ। তিনি বাচ্চাদেরকে ভালবাসতেন। দেখা হলে সালাম দিয়ে কাছে টেনে নিতেন। কপালে চুমু দিতেন। তার কাছে কিছু চাইলে সমর্থ অনুযায়ী আবেদন পুরা করতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি তার নাতিদ্বয় হাসান হুসাইনকে এত ভালবাসতেন যে, নিজে ঘোড়া হয়ে পিঠে চড়াতেন। হযরত আবুহুরায়রা রাঃ বর্ননা করেন যে, একবার রাসূল (সঃ)নিজ নাতি হযরত হাসান রাঃ কে চুমু খেলেন। সে সময় আকরা বিন হারেস রাঃ উপস্থিত ছিলেন। তিনি বল্লেন, আমি দশ সন্তানের জনক। কিন্তু আমি...
চোরের হাত কাটা # চুরির সংগা কি? কোনো ব্যাক্তি অপর কোনো ব্যাক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে স্থান্তর করাকে চুরি বলে। # গেলো বছর করোনা শুরু হওয়া থেকে নিয়ে আজ-অব্দি পর্যন্ত সিঁধেল কাটা চোরের প্রপাগাণ্ডা ক্রোমে ক্রোমে বেরেই চলছে। লকডাউনে সাধারন মানুষের ইনকাম বন্ধ প্রায়। খেটে খাওয়া মানুষ গুলো সারা দিন কাজ করে রাতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়।এ সুযোগে সিঁধেল কাটা চোরেরা কাঁচা ও আধা পাকা ঘরের মাটি খুড়ে বা টিন কেটে ঘরে ঢুকে নিঃশেষ করে দিচ্ছে। এহেন পরিস্থিতে মানুষের চোখে ঘুম নাই। # তাছড়াও এ বৈশ্বিক মাহামারির মাঝে একটু চোখ কান খোলা রাখলে দেখা যায় দেশের প্রতিনিধিদের দ্বারা যে অনেক চুরির খেদমত প্রকাশ পায়। আর আমরা এটাকে Fun হিসেবে গ্রহন করি। জানিনা এই চোরাদেরকে কখন আল্লাহ বুঝদান করবেন? # চুরি করা বড় অন্যায়। ইসলাম চুরি করাকে হারাম বলেছে। মহান আল্লাহ বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যায়বভাবে ভক্ষণ কর না। সূরা বাকারা, কোরআনে বর্ণিত হয়েছে, চোর পুরুষ বা নারী হোক, তাদের হাত কেটে দেবে। এটা তাদের পাপের শাস্তি। এ দণ্ড আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সূরা মাইদাহ...
Comments